রাঙামাটি নিউজ ২৪ ডটকম
সুবিধাবঞ্চিত শীতার্ত বাচ্চাদের জন্য শীত নিবারণের বস্ত্র।
নগরফুল নামে একটা সংগঠন সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করছি প্রায় ৫ বছর ধরে; তাদের মৌলিক চাহিদা পূরণ-ই নগরফুল এর মূল লক্ষ্যে।
বর্তমানে প্রায় ৮০০+ বাচ্চা আছে এই নগরফুলে। তাদের এবং উত্তরবঙ্গ মিলিয়ে মোট ১৫০০+ জন সুবিধাবঞ্চিত বাচ্চাদের কাছে শীত বস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থির করেছে গতবারএর মতো এইবার ও । তাদের এই লক্ষ্যে পূরনে আপনাদের ছাড়া সম্ভব নয়; প্রয়োজন আপনাদের সহযোগিতা।
শীত অনুভব করতে শুরু করেছি আমরা; সামনে শীতের প্রকোপ আরো বাড়বে।নগরফুল চাই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার আগেই শীত বস্ত্র পৌঁছে দিতে।
তাই হাত বাড়িয়ে দিন আপনি ও……