নীল খাম
লেখক:শফিকুল ইসলাম।
ভালোবাসার নীল খামে
চিঠি লিখব তোকে,
মন দিয়ে পড়ে দেখো
কি লিখা আছে তাতে,
মনে করবে অনেক কথা
থাকবে লিখা তাতে
একটি কথা বলব আমি
ভালোবাসি তোকে।
নীল খামেতে দিব চিঠি ভালো লাগে বলে।
নীল শাড়ি তে লাগবে ভালো
পরে দেখো যুদি,
মাঝে মাঝে ভাবি।
নীল শাড়িতে,,নীল টিপে
লাগবে দেখতে হেবি।
চোখে যখন পরবে কাজল
মায়ায় ভরে যাবে,
চোখের মায়ায় পাগল হয়ে
যাব আমি দেখে।
দুই হাতে তে নীল চুড়ি
লাগবে অনেক বেশ।
দুই পায়েতে লাল টকটক
আলতা পরবে যখন।
অপলোক্ষ চোখে চেয়ে থাকব
হেটে যাবে যখন।
নীল খামেতে চিঠি লিখ তে
অনেক ভালো লাগে।
তাই তো আমি চিঠি লিখি
মনের নীল রং দিয়ে।