মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অর্থায়নে বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলায় ৪টি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে ৮০০টি শীতবস্ত্র বিতরণ করেছেন ।
২৭ জানুয়ারী সকালে রোয়াংছড়ি কলেজ মাঠ প্রাঙ্গণে ৪টি ইউনিয়নের ৬,৮,৯ ওয়ার্ডের ৯টি পাড়ার গরীব ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ৮০০টি শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় কাঞ্চন তঞ্চগ্যা বলেন, প্রতি বছরের মতো এবছরও দূর্গম পাহাড়ের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও যেসব এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয় নাই সেখানে ধাপে ধাপে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চহ্লামং মারমা, নব নিবার্চিত চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,৬নং ওয়ার্ড মেম্বার লালঅং বম, ৯নং ওয়ার্ড মেম্বার ভানিঙাক বমসহ এলাকার আরো অনেকে উপস্থিত ছিলেন।