কক্সবাজারের উখিয়ায় র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে সুমন মুন্সী (৩০) নামে এক র্যাব পরিচয়ধারী ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১৫। আটকের পর তার বিরুদ্ধে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত অভিযােগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।রোববার বিকাল ৫টায় উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা পালংখালী ইউপির বালুখালী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির ছেলে।
সূত্র জানায়, র্যাবের কাছে খবর আসে এক ব্যক্তি বালুখালী বাজারে র্যাব পরিচয়ে চাঁদা দাবি করছে। এমন খবরে র্যাবের একটি দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি র্যাবের ভুয়া পরিচয়পত্র, একটি হ্যান্ডকাপ এবং চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং ও নগদ চার হাজার একশো টাকা উদ্ধার করা হয়।
আবু সালাম চৌধুরী আটক ব্যক্তির বরাত দিয়ে বলেন,ধৃত ব্যক্তি একজন চাকুরিচ্যুত সেনা সদস্য। তিনি দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে লোকজনের সাথে প্রতারণা, বিভিন্ন এলাকা হতে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছিল।