মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে উপজেলা যুবদলের আহবায়ক মোশারাফ হোসেনের সঞ্চালনয়ায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক মো.এনামুল হক এনাম, এতে বিশেষ অতিথি হিসাবর উপস্থিত ছিলেন যুগ্ন-আহবায়ক আবুল কাশেম মাস্টার, এনামুল হক মেম্বার, আবুল কাশেম চেয়ারম্যান,আব্দুল আওয়াল, নুরুজ্জামান মাস্টার, মাওলানা ওয়ালি উল্লাহ ।
সভার শুরুতেই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন শীর্ষ নেতারা। পরে উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল ও কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নব নির্বাচিত বিএনপির আহবায়কসহ সকল সদস্যদেরকে ফুল দিয়ে গনসংবর্ধনা জানান।
সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, মুখলেসুর রহমান, আপ্রূসী মারমা, মংসুইপ্রু চৌধুরী, আরশেদুল আলম ভুঁইয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।