সোমবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দুইশতাধিক নেতাকমীদের উপস্থিতিতে সাবেক (বিলুপ্ত) কমিটির সভাপতি এম.এ. করিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, উপজেলা বিএনপির ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠনের চলমান কার্যক্রমে দলের বিতর্কিত নেতা ও তাঁর অনুসারীদের পরাজয় দেখে জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়াকে ভুল বুঝিয়ে ও তৃণমূলের মতামত এবং গঠনতন্ত্র উপেক্ষা করে গত ২০ জানুয়ারী একতরফা আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে ত্যাগি ও নির্যাতিতরা সংক্ষুব্ধ হয়ে উঠে। আমরা এই কমিটি প্রত্যাখ্যান ও আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এক একতরফা কমিটি বাতিল চাই। অন্যথায় আরো বড় আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। এসময় দলটির সাবেক সহ-সভাপতি মো. আরব আলী, মো. মুজিবুল হক বাহার এবং ঘোষিত কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, ইব্রাহীম খলিল ফরিদীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে নব-গঠিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. এনামুল হক এনাম তার অনুসারীদের নিয়ে পরিচিতি সভা ও আলোচনা সভা করেন। এসময় আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম, মো. নুরুজ্জামান, মাওলানা ওয়ালি উল্লাহ্সহ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।