কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজির ২ যাত্রীর ব্যাগ থেকে ৫ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে। এ সময় দুই যাত্রীকেও আটক করা হয়।শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বিজিবির রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টের কিছুটা দূরে গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি করার সময় এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
আটকরা হলো,উখিয়ার কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে সৈয়দুল আমিন (৩৪), একই এলাকার মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ।শুক্রবার রাতে বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অধিনায়কের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকার পশ্চিমে গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি করছিলেন তারা। এ সময় একটি সিএনজি তল্লাশি করার সময় ২ যাত্রী সৈয়দুল আমিন ও ফরহাদ তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রাস্তার পার্শ্বে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি টহলদল মাদক কারবারিদেরকে আটক করতে সক্ষম হয়।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আটকদের রামু থানায় সোপর্দ করা হয় বলে জানা গেছে