মিঠুন সাহা, বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি:- আগামী ৭ ফেব্রুয়ারী পানছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে। নির্বাচন আচরণ বিধি লংঘন করে কোন রকম সহিংসতা মূলক কর্মকান্ডে লিপ্ত হওয়া যাবে না।আর এর বাইরে কেউ যদি নির্বাচন শৃঙ্খলা ভঙ্গ করে কোন রকম সহিংসতা মূলক আচরণ করার চেষ্টা করে আমরা কাউকে ছাড় দিব না বলে সতর্কতা মূলক বার্তা দেন মাটিরাঙ্গা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খুরশেদ আলম। পানছড়ি থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ২০২২ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
সবশেষে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন সম্পুর্ণ করার লক্ষ্যে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি থানার আয়োজনে ওপেন হাউজ ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং,বিট পুলিশিং ও আগামী ৭ ফেব্রুয়ারী পানছড়ি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রম সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করা করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টার সময় উপজেলার পানছড়ি থানার হলরুমে এ.এস.আই নাজমুল হোসেন এর সঞ্চালনায় ও পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার খুরশেদ আলম,মাটিরাঙ্গা সার্কেল।
আলোচনা ও মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আগামী ইউপি নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ।
এই ছাড়া আলোচনায় আরও উঠে আসে সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক,চাঁদাবাজি, বাল্যবিয়েসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধের বিষয়সমূহ।
এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল স্থানীয় চেয়ারম্যান/মেম্বার পদপ্রার্থী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তিবর্গের মানুষ উপস্থিত ছিলেন।