সোমবার ১৭ ই জানুয়ারি সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩টি কক্ষ বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন-রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নানিয়ারচরের দায়িত্বপ্রাপ্ত সদস্য ইলিপন চাকমা এবং উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার,বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাজ নবী রেজা,ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ সহিদুল ইসলাম,ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম,নবাগত ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগন, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন,উদ্বোধন শেষে অত্র বিদ্যালয়ের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
উল্লেখ্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ৩০ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।