রাঙামাটির তবলছড়িতে হযরত ওয়ায়েস ক্বরণী (রহঃ) সুন্নিয়া মাদ্রাসার বই বিতরন ও ছবক (পাঠ) প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০১৯সালে প্রতিষ্ঠিত হওয়া এই সুন্নি আক্বিদার মাদ্রাসাটি ৩য় বছর পেরিয়ে ৪র্থ বর্ষের পাঠদানের জন্য বই বিতরন ও ছবক প্রদান করেছে।
শনিবার সকালে তবলছড়ির স্বর্ণটিলা এলাকার মাদ্রাসা কার্যালয়ে বনরুপা শাহে জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরীর সভাপতিত্বে বই বিতরন ও ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মো. আবু সৈয়দ।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে রিজার্ভ বাজার তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা আকতার হোসেন চৌধুরী, হযরত ওয়ায়েস ক্বরণী (রহঃ) সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ তানজিলুর রহমানসহ অভিভাবক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সৈয়দ বলেন, কওমি ও জামাত অধ্যুষিত এই এলাকায় সাহস নিয়ে যারা সুন্নি আক্বিদার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। ইসলামের সঠিক মতাদর্শ নিয়ে আপনারা মাদ্রাসা পরিচালনা করবেন। তিনি আরো বলেন, একটা মাদ্রাসা পরিচালনা অনেক ব্যয় বহুল। তাই আপনারা সকলে সুনজরে মাদ্রাসার পাশে থাকবেন। এসময় তিনি মাদ্রাসা পরিচালনায় কর্তৃপক্ষকে ২০হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরে মাওলানা ইকবাল হোসাইন বলেন, মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র যে কোন বিষয় নিয়ে পড়তে পারে। মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকে। ইহকাল ও পরকালে শান্তির জন্য আপনারা একজন সন্তান হলেও মাদ্রাসায় পড়াবেন। তিনি আরো বলেন, সুন্নিয়া নূরানী মাদ্রাসাগুলোতে পড়লে আপনার সন্তান পড়ালেখায় যেমন পারদর্শী হবে, হাতের লেখাও তেমনি সুন্দর হবে।