মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ২০০৪ সালের এসএসসি’র কৃতি শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পুর্ণমিলনী অনুষ্ঠান।
শুক্রবার (১৪ জানুয়ারী) বিকেলে উপজেলার লেমুয়া এলাকায় বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশে পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক দ্বীপক কুমার মুসদ্দী, বেগম আতিউল ইসলাম, সহকারী শিক্ষক মাও.মো. ঈশা, মো. আবুল বশর, মো. নজরুল ইসলাম, রুপেশ বড়ুয়া, আবদুল মান্নান, ২০০৪ সালের এসএসসির কৃতি শিক্ষার্থী ব্যাংকার মো. জসিম উদ্দীন, প্রভাষক মো. মনির হোসেনসহ অর্ধশত সাবেক শিক্ষার্থী।
পরিচিতি পর্ব ও আলোচনা সভা শেষে দুপুরের মধ্যাহ্নভোজে সকলে অংশগ্রহন করেন।