কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪বিজিবি)’র উখিয়ার পালংখালী সীমান্ত বিওপির টহল দলের সাথে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এসময় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এতে কেউ আটক হয়নি।
১৩ জানুয়ারী রাত ১ টারদিকে পালংখালীর আঞ্জুমান পাড়া কাটাখালের মুখে এঘটনা ঘটেছে,এমনটায় নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হোছাইন কবির।
তিনি আরোও জানান,পালংখালীর কাটাখাল বেয়ে ইয়াবার চালান আসছে মর্মে গোপন সুত্রে খবর পেয়ে ফাঁদ পেতে বসে পালংখালী বিওপির বিজিবি টহল দল।রাত ১টার পর কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেখতে পেয়ে থামার সংকেত দিলে তারা গুলি ছুড়ে।এতে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।উক্ত ব্যাগে ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।