খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গায় আওয়ামী’লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারি(সোমবার) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী’লীগ মাটিরাঙ্গাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ,লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন’র সঞ্চালনায়,উপজেলা আ’লীগের সভাপতি এম.হুমায়ুন মোর্শেদ খান’র সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুবাস চাকমা,পৌর আওয়ামী’লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হারুন মিয়া,উপজেলা সেচ্ছাসেবক’লীগ সভাপতি বাবুল আহমেদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ তছলিম উদ্দিন রুবেল,পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ,পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী’লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু হিরণ জয় ত্রিপুরা-সদস্য খা.জে.প,সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম,সহ-সভাপতি মোঃ ওয়ালিউল্লাহ,যুগ্ম-সাধারণ সম্পাদক সদুং মার্মা,সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আলী হোসেন,পৌর আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন,পৌর যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন আলম, পৌর আওয়ামী’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় দেওয়া বক্তব্যের স্মৃতি-চারণ করেন বক্তারা
প্রসঙ্গত,১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।