কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে ৫৭ ভরি ওজনের ৪ টি স্বর্ণের বারসহ চোরাচালানী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি।আটক ব্যক্তি কক্সবাজার পৌরসভার গোলদীঘির পাড় এলাকার রনজিত দে’র ছেলে রাসেল দে(২৭)।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির শনিবার সন্ধ্যায় জানান,গতকাল (শুক্রবার) মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টের নিয়মিত টহলদলের সদস্যগণ জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী অবৈধভাবে স্বর্ণের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে এনে টেকনাফ হতে কক্সবাজার নিয়ে যাচ্ছে। এ সংবাদে বিজিবি’র সদস্যরা রেজুখাল চেকপোস্টে একটি সিএনজিকে থামিয়ে তল্লাশীকালে চোরাকারবারী রাসেল দে (২৭) কে আচরণবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর তল্লাশী করে ৫৭ ভরি (৬৬৪.৮ গ্রাম) ওজনের ২৪ ক্যারেটের ৪ টি স্বর্ণের বার সহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৯১ হাজার টাকা।
কর-ভ্যাট ফাঁকিতে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় আসামী রাসেল দে- কে রামু থানায় সোপর্দ এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজারস্থ ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।