ক্রীড়া প্রতিবেদক: মালয়েশিয়ায় হতে যাওয়া আইসিসি কমওয়েলথ গেমস-২০২২ নারী বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা হয়নি তারকা পেসার জাহানারা আলমের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে জাহানারাসহ তিনজনকে।
ওয়ানডে দলের পর এবার টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে। তার নেতৃত্বে শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী দল।
স্কোয়াড ঘোষণার পর নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম বলেছেন, ‘কিছু মানদণ্ডের ভিত্তিতে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছি। আমার মতে, এই টুর্নামেন্টটি কিছু উঠতি প্রতিভাকে দেখে নেওয়ার দারুণ একটি মঞ্চ।’
সবশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকলেও, কমনওয়েলথ গেমস বাছাইয়ের স্কোয়াডে জায়গা হয়নি জাহানারার। তার না থাকার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতেও কিছু জানায়নি বিসিবি।
পরিসংখ্যান জানান দিচ্ছে, জিম্বাবুয়ে সফরে ছয় ম্যাচ খেলে ৯টি উইকেট শিকার করেছিলেন ডানহাতি পেসার জাহানারা। এর মধ্যে দুই ম্যাচে নিয়েছিলেন তিনটি করে উইকেট। তবু তার বাদ পড়া বিস্ময়করই বটে।
আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। এই গেমসের জন্য বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া (১৮ জানুয়ারি), মালয়েশিয়া (১৯ জানুয়ারি), স্কটল্যান্ড (১৩ জানুয়ারি) ও শ্রীলঙ্কা (২৪ জানুয়ারি)। আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরে আসবে নারী দল।
কমনওয়েলথ গেমস বাছাইয়ে বাংলাদেশ নারী স্কোয়াড নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রোমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিম।