উন্নত মননশীল ও খেলাধুলার মাধ্যমে সুন্দর আগামী গড়ে তোলার আহ্বান নিয়ে মুসলিম পাড়া টি-২০ প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০৭ জানুয়ারি) বিকেলে মোঃ জয়নাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেদাছড়া সিনিয়র একাদশ বনাম ডি.পি পাড়া জুনিয়র একাদশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামী’লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ শামছুল হক
টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ’র দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী,সদর ০৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ,০৮নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল ইসলাম,বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক,গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উন্নত মননশীল ও খেলাধুলার মাধ্যমে সুন্দর আগামী গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা যুব সমাজকে দেশের সম্পদে পরিনত করতে হবে।তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেছেন।
টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে মোঃ মোতালেব হোসেন সোহেল ও মোজাম্মেল হক এবং ধারাভাষ্যকার দায়িত্বে ছিলেন মোঃ হাফিজুর রহমান প্রভাষক গ্রীণহিল কলেজ।
খেলা শেষে বিজয়ী দল ডিপি পাড়া জুনিয়র একাদশ ও রানার আপ খেদাছড়া সিনিয়র একাদশের খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরন করা হয়।