মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়িতে তিনটহরী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মো. ইমান হোসেন ওরপে ইমনকে উদ্ধারে আওয়ামীলীগের গৃহীত সকল কর্মসুচী স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারী) আধাবেলা সড়ক অবরোধ পালন শেষে মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরী বৈঠকে বসেন। এতে জানানো হয় নিরাপত্তা বাহিনী ও খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুরোধে যুবলীগ নেতা উদ্ধারে গৃহীত সকল কর্মসুচী স্থগিত করা হলো। প্রশাসন অপহৃত নেতাকে উদ্ধারে কাজ করছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন কর্মসুচী স্থগিতের সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত পহেলা জানুয়ারী সন্ধ্যায় উপজেলার একসত্যাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় যুবলীগ নেতা ইমান হোসেন। কতিপয় সন্ত্রাসী কর্তৃক অপহরণ হয়েছে বলে পরিবার দাবী করলে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবরোধসহ নানা কর্মসূচী গ্রহণ করেছিল উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠন।