কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান( এপিবিএন)। আটক রোহিঙ্গা হলো আজিদুল (৩১)।সে উখিয়ার ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ এর বাসিন্দা আবুল হাসেমের ছেলে। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীকে বিকালে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়েছে। ২৯ ডিসেম্বর (বুধবার) রাত ২টার দিকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৪ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি আরও বলেন, ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা সন্ত্রসীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও পাঁচ সহযোগীর নাম বলেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।