স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবক আঃ রহমান (৩২) এর লাশ খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলার কিতাব আলী টিলায় একটি গাছে গলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় বিকাল ৪টার দিকে উদ্ধার করেছে পুলিশ।
সে পানছড়ি সদরের মোহাম্মদপুর গ্রামের মোঃ শাহ আলম এর ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রী। তিনি খাগড়াছড়ি নিচের বাজার নামক স্থানের একটি দোকানে কাজ করতো।
পারিবারিক সূত্রে জানাযায়, তার মাথায় পূর্ব থেকেই সমস্যা ছিল। গত তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ মঙ্গলবার বিকালের দিকে তাকে কুমিল্লা টিলায় একটি গাছের সাথে গলায় ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুর রশিদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতালে আছেন। আগামীকাল সকালে ময়না তদন্ত সম্পন্ন হবে।