দিলোয়ারা আক্তার,কাউখালী-রাঙ্গামাটি।।
রাঙ্গামাটি জেলার কাউখালীর ঘাগড়া বাজার এলাকা থেকে ৮০বোতল চোলাই মদসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি (চট্টগ্রাম-থ-১৩-০৮ ৩০) তাদের আটক করা হয়েছে। সিএনজিসহ চিহৃিত মাদক ব্যবসায়ী মনু বড়ুয়া ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী।
স্থানীয় জনগণের নিকট হতে জানা যায় ঘাগড়া বাজার এলাকায় মনু বড়ুয়া দীর্ঘ অনেক বছর মাদক ব্যবসা করে আসছিলেন। ঘাগড়া এলাকায় সাপ্তাহিক বাজারে তার বাড়িতে মাদক বেচাকেনার জমজমাট আড্ডাবসে। স্থানীয়রা প্রতিবাদ করেও কোন সুফল মেলেনি। তারা আরো বলেন, তার বাড়িটি সিসি ক্যামেরা লাগানো আছে। এর আগেও তার বাড়িতে যৌথবাহিনী অনেকবার অভিযান পরিচালনা করেছে অনেকবার আটকও হয়েছেন। কিছুদিন জেল খেটে আবার বের হয়ে শুরু করেন আবার মাদক ব্যবসা। অনেকটা বলা চলে তার কাছে স্থানীয়রা জিম্মি।
কাউখালী থাানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চিহৃত মাদক ব্যবসায়ী মনু বড়ুয়াকে ৮০বোতল ছোলাই মদসহ একটি সিএনজি যৌথবাহিনী আটক করেন। তার বিরুদ্ধে থানায় আগের তিনটি মামলা রয়েছে।আজ আরো একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটকৃতদের মধ্যে চিহৃত মাদক ব্যবসায়ী কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকার মৃত দেবাশীষ বড়ুয়ার ছেলে মনু বড়ুয়া (৪৫)। তার সহযোগীরা হলেন, একই এলাকার সাহ্লা মারমার ছেলে উচমং মারমা(২৭), মৃত- মংসুই মারমার ছেলে উহ্লা মারমা(২৮) ও একই এলাকার সোনাক্যা রাখাইন।