মো. রবিউল হোসেন ও আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি):- মানিকছড়ি উপজেলার তিন ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। সদর ইউপিতে ইভিএমে অনুষ্ঠিত ভোট খুব ধীরগতিতে এগুচ্ছে।
জানা গেছে, উপজেলার তিনটি ইউপির মধ্য সদর (১নং মানিকছড়ি) ইউনিয়নে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে। এতে ভোটারেরা বিষয়টি সম্পর্কে জ্ঞাত না থাকায় খুব ধীরগতিতে এগুচ্ছে ভোটগ্রহণ। সকাল ৮-৯.১৫ মিনিট পর্যন্ত গভামারা কেন্দ্রের একটি কক্ষে ভোট পড়েছে মাত্র ৩২ টি! অন্যান্য কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি অনেকটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রিসাইডিং কর্মকর্তা মো. আইয়ূবুর রহমান জানান, মক ভোটং কার্যক্রমে সকলে অংশ না নেওয়ায় হঠাৎ আজ ভোট কেন্দ্রে এসে ভোটাররা বিষয়টি বুঝতে একটু দেরী হচ্ছে।
এদিকে সকাল ৮ টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থঈউ মো.শফিকুর রহমান ফারুক, দলীয় নেতাদের সাথে নিয়ে ভোট দিয়েছেন। কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দলের বিদ্রোহীপ্রার্থী যোগ্য মারমা (আনারস)।
তবে সোয়া ১০টা পর্যন্ত ইভিএম ভোট নিয়ে কারো কোন অভিযোগ নেই। বাটনাতলী ও তিনটহরী ইউনিয়নে ব্যালটে ভোট গ্রহন চলছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেকটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
উপজেলার ২৭ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ট্রাইকিং ফোর্স ( পুলিশ ও বিজিবি) নিয়ে মাঠে রয়েছেন।
উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী জানিয়েছেন, সোয়া ১০ টা পর্যন্ত কোন প্রার্থী থেকে কোন অভিযোগ আসেনি। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি রয়েছে।