মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়িতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ১নং মানিকছড়ি ইউনিয়নের সংরক্ষিত নারী আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আমেনা বেগমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ।
জানা যায়, ১নং মানিকছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী মাইক প্রতীকের আমেনা বেগমের কর্মী ও সমর্থকরা পিকআপে করে মাইক প্রতীকের মিছিল বের করে, যা নির্বাচনী আচরণবিধি লংঘন করে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাকে এই জরিমানা করা হয়।
তবে এ বিষয়ে ওই নারই ইউপি সদস্য প্রার্থীর কোন মন্তব্য পাওয়া যায়নি।