স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি প্রতিনিধিঃ- খাগড়াছড়ির দীঘিনালায় ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’র জেলা টিমের চতুর্থ অফলাইন মিটআপ, শীতবস্ত্র বিতারণ ও আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় দীঘিনালার রাঙ্গাবন রেস্টুরেন্টের হল রুমে জেলার বিভিন্ন উপজেলার সদস্যদের অংশগ্রহণে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় শীতার্তদের ফাউন্ডেশনটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা এম্বাসাডর মো.কাউসার আলম, কমিউনিটি ভলেন্টিয়ার, আজীবন সদস্য ও রাঙ্গাবন রেষ্টুরেন্ট পরিচালক সোহেল মজুমদার, পানছড়ি উপজেলা এম্বাসেডর অর্পণ চাকমা, মানিকছডি উপজেলা এম্বাসেডর তাজুল ইসলাম, সাংবাদিক মো.আকতার হোসেন, কমিউনিটি ভলেন্টিয়ার আমেনা আক্তার, অঞ্জনা চাকমা প্রমুখ।
উল্লেখ্য, “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” বিরতিহীন টানা ৯০ দিন ব্যাপি ৩৬০ টি কটেন্ট শিখিয়ে থাকেন শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সেই সাথে প্রত্যেকের স্কিল ডেভোলপমেন্ট করার লক্ষ্যে ১০টি প্রশিক্ষণ দিয়ে থাকেন আত্মনির্ভরশীল হওয়ার জন্যে এবং সবাই শিক্ষা নিয়ে নিজের দক্ষতার প্রমান দিচ্ছে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার মাধ্যমে ও পজেটিভ চর্চার মাধ্যমে তা অব্যাহত রাখছেন প্রতিনিয়ত। সেই সাথে প্রত্যেকে মানবিক ও সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখছে। এখান থেকে যে সমস্ত দক্ষতা অর্জন করা যায় বিজনেস চালানোর দক্ষতা, মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং সেলস স্কিলস, লিডারশীপ স্কিলস, কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশান স্কিলস, কমিউনিকেশন স্কিলস, ইমোশনাল ইন্টিলিজেন্ট স্কিলস, বেসিক আইটি ট্রেনিং ও ই-কমার্সে বিজনেস করার ট্রেনিং। যেমন – আইসিটি দক্ষতা, উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস, ইংরেজিতে কথা বলা ও লিখার দক্ষতা, বেসিক এ্যাকাউন্টিং।
বর্তমানে “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” থেকে দক্ষতা অর্জন করে নতুন নতুন উদ্যোক্তা তৈরী হচ্ছে।