বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় এক প্রবাসীর ছয় মাসের গর্ভবতী স্ত্রীকে রাতভর ধর্ষণ, মারধর ও বসতঘরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যাতিতা প্রবাসীর স্ত্রী বাদী হয়ে স্বামীর সৎ ভাই সহ দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন। তবে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ধর্ষণ ও বসতঘরে লূটপাটের নাটক সাজানো হয়েছে বলে দাবী করেন অভিযুক্ত জয়নাল আবেদীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই শিশুসহ বৈদ্যভিটা এলাকাস্থ নিজ বসতঘরে থাকতেন ওই প্রবাসীর স্ত্রী। বুধবার দিবাগত রাত দুইটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে মুখ চেপে ধরে প্রবাসীর স্ত্রীকে ঘরের পেঁছনে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা প্রবাসীর দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে দুর্বৃত্তরা ঘরের পেছনে নিয়ে হাত পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ও মারধর করে। শুধু তাই নয়, এ সময় দুর্বৃত্তরা বাড়ির আলমারি, ওয়্যারড্রপ ও শোকেইস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৩.১২.২০২১) তারিখ সকালে স্থানীয় গৃহবধূরা প্রবাসীর বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ঘটনা জানাজানি হয়।
বুধবার বিকালে এ ঘটনায় বৈদ্যভিটা এলাকার মৃত তরব আলীর ছেলে জয়নাল আবেদীনসহ অজ্ঞাত আরেকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা প্রবাসীর স্ত্রী।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ধর্ষণ ও লুটপাটের ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত অপরাধীদের কোন ছাড় দেওয়া হবেনা বলেও জানান এ কর্মকর্তা।