২৩ ডিসেম্বর(বৃহস্পতিবার) মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন’র সঞ্চালনায়,অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম।
সম্মানিত অতিথি মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী’লীগের সভাপতি এম.হুমায়ুন মোর্শেদ খান,ভাইস-চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম,মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী,বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আজাদ হোসেন,তবলছড়ি পাড়ীর ইনচার্জ মোঃ মনির হোসেন,মাটিরাঙ্গা পৌর আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন,সদর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
বক্তারা ওপেন হাউসে ডে ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠানে বলেন, সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি সচেতন হতে হবে।কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা,মাটিরাঙ্গা থানা পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ সর্বস্তরের জনগণের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ তথা খুন, গুম,ধর্ষণ, মাদকের মতো মামলার আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। এটি মাটিরাঙ্গা উপজেলার কমিউনিটি পুলিশের জন্য বড় সফলতা।মাটিরাঙ্গায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধসহ সব প্রকার অপরাধমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত মাটিরাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা জানান অতিথিবৃন্দরা।