নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবানে লামা উপজেলায় নিজ বাগানের গাছ কাটতে গিয়ে সেই গাছের ডাল পড়ে মোঃ সাদেক (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ওই গ্রামে আকবর হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, আজ দুপুরে মোঃ সাদেক নিজ বাগানের গাছ কাটতে ওঠেন। একপর্যায়ে অসাবধানতার গাছ কাটতে গেলে গাছের বড় একটি ডাল তার মাথায় পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করিয়া মালুমঘাট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লামায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।