নিজস্ব প্রতিবেদক :
নানিয়ারচরে ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার মাঠে ব্যস্ত সময় পার করছেন মিজানুর রহমান ভূইয়া। ৬নং ওয়ার্ড ইউপি সদস্য পদে টিউবওয়েল প্রতীকে লড়ছেন তিনি।
বুধবার বিকালে মিজানুর রহমান ভূইয়ার বিপুল কর্মী সমর্থক ও বিশাল মিছিল নিয়ে বুড়িঘাট আট নং টিলা এলাকা হতে মেইন রাস্তা হয়ে ১নং টিলা প্রদক্ষিণ করে নিজ নির্বাচনী অফিসে এসে মিছিল শেষ করেন।
এসময় স্থানীয় এলাকাবাসীসহ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
মিজানুর ভূইয়ার বড় ভাই মো: মহাসিন ভূইয়া এবং বড় চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া বলেন, এলাকাবাসীর নিকট হতে আমি ব্যাপক সাড়া পেয়েছি।এবং চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ২৬শে ডিসেম্বর সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ৪র্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে মোঃ খলিলুর রহমান ,মোঃ আ:হালিম, মোঃ সফিউল ইসলাম,আলম সরদার সদস্য পদে লড়ছেন।