মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী গরমছড়ি’র চা বাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক মো. আক্কাছ আলী ও শংকর মজুমদার জানান, মানিকছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী গরম ছড়ি ব্র্যাক চা বাগানে সন্ধ্যার পর এক বয়োবৃদ্ধের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম লোকমান হোসেন(৬২), পিতা- তছমিল আহম্মদ, মাতা- মোতাহের খাতুন, সাং ডল নতুন বাজার, ইউপি পাইন্দং, ফটিকছড়ি, চট্টগ্রাম। নিহতের পুত্র ও আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, উক্ত ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী।
ঘটনাস্থল মানিকছড়ি থানা এলাকায় হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে রাত পৌনে ১০টায় থানায় নিয়ে আসে । প্রাথমিকভাবে লাশের শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম সত্যতা স্বীকার করেছেন।