মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ল্যাপটপ, বাদ্যযন্ত্র ও খেলা সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন উপস্থিত থেকে উপজেলার ৮টি সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ল্যাপটপ, বাদ্যযন্ত্র (হারমুনিয়াম), ফুটবল, ভলিবল ও ক্রিকেট সামগ্রী বিতরণ করেন।
যার মধ্যে প্রেসক্লাবে ল্যাপটপ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি মানিকছড়ি শাখাকে হারমুনিয়াম ও অন্যান্য প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সদস্য মো. আলমগীর হোসেন, মো. রবিউল হোসেন, বড়ডলু উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, একতা যুব সংঘের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হানিফ, পূর্বানী ক্লাবের সভাপতি মো. হাসান আলী ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি মানিকছড়ি শাখার উপদেষ্ঠা গোলাম মোস্তফা, সভাপতি মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের উপস্থিত ছিলেন।