মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিষ্ঠিত দ্বীণি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইহ্সান মাদরাসা’র উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে মাদরাসাটির পরিচালক হাফেজ ক্বারি মুহাম্মদ নাছির উদ্দীন সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে এই আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মাদরাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাদরাসা চত্তর হতে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি বিজয় স্লোগানে মাদরাসা এলাকা প্রদক্ষিণ করে। পরে মাদরাসা অডিটরিয়ামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান স্বাধীনতা সংগ্রাম ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষক হাফেজ ওমর ফারুক, হাফেজ সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম ও মাওলানা জুনাইদ প্রমূখ।