মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):– মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় কনসার্ট (মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় যোগ্যাছোলা বাজার সংলগ্ন শহীদ মিনার চত্তরে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর সার্বিক ব্যবস্থাপনায় ও যুবলীগ সাধারণ সম্পাদক অংশেপ্রু মারমা’র সঞ্চালনায় এবং ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুরুল ইসলামের সভপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে ১৬ ডিসেম্বর মহান বিজয়ের ৫০ বছর পূর্তি (স্বাধীনতার সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।