রাঙামাটি নিউজ ২৪ ডটকম
লোহাগাড়া আমিরাবাদের মল্লিক ছোবহান এলাকার কৃতি সন্তান, দানবীর , বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ যুবলীগ নেতা ও কক্সবাজারের বেসরকারি কারা পরিদর্শক মাসুকুর রহমান বাবুকে আগামী ৩ বছরের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত২৪ শে নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনের উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানাযায়। এতে আরও বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের আইন ২০১৬ এর ধরা ৫ এর ১(ঢ) এবং ৫(৫) এর উপধারা মতে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সদস্য হিসাবে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হল।
এদিকে লোহাগাড়ার কৃতি সন্তান মাসুকুর রহমান বাবু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় দঃ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মুজিবুল হক টিটু, সমাজসেবা বিষয় উপসম্পাদক সোহেল তালুকদার, মল্লিক ছোবহান তরুণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ শাহ নেওয়াজ, আমিরাবাদ ইপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ৬ নং ইপি সদস্য মোঃ আলী আক্কাস, যুবলীগনেতা মাহমুদুর রহমান সহ লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।