মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা:
শ্রদ্ধা আর ভালোবাসায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্মরণ করল জাতীর শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবিদের। জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন,শহিদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও স্বরণ সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বরণ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ হারুন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিস্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘র ও শহিদ বুদ্ধিজীবিদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী নেতাকর্মীরা। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
স্বরণ সভায় বক্তারা বলেন, পশ্চিম পাকিস্তানীরা যখন বুঝতে পেরেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালী জাতি স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌছেছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী পাকিস্তানীরা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার জন্য ১৪ ডিসেম্বরকে বেছে নেয়। এবং তাদের সে পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তারা বলেন, বাংলাদেশের পবিত্র মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলেই শহিদ বুদ্ধিজীবিদের আত্মা শান্তি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী(কাউন্সিলর)সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।