মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:– শহীদ বুদ্ধিজীবী স্মরণে মানিকছড়িতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনার ও প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ এর উপস্থিতিতে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দপ্তর প্রধনগণ। পরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।