শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
উখিয়ায় রাতের আঁধারে শীতের তীব্রতা উপেক্ষা করে বাড়ি-বাড়ি গিয়ে শীতার্ত ৬০ জন অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পে উখিয়া উপজেলা প্রশাসনের তহবিল থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এসম উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে এই অসহায় হতদরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করছে।প্রচন্ড শৈত্যপ্রবাহে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।