মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
খাগড়াছড়ির মানিকছড়িতে কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প-পিএইপি-১ এর উপকারভোগী সদস্যদের বি গ্রেড ১৭০ জনের মাঝে পাড়াপর্যায়ে মুরগি ও শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা বিজয় কুমার দাশ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর মাঠ কর্মকর্তা মো. সোলায়মানসহ মাঠ সহায়ক ও পেপ-১ প্রকল্পের উপকারভোগী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য বলেন, কারিতাস উপজেলার গরীব দরিদ্র কৃষকদের নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় পুষ্টির চাহিদা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষে যে সবজি বীজ ও মুরগি দেওয়া হয়েছে তা যেন যথাযথ ভাবে পালন করেন এবং সবজি বীজ রোপন করেন। তাহলে আপনাদের সফলতা আসবে। পরিবারে পুষ্টি যোগান হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জৈব পদ্বতিতে চাষাবাদের জন্য কারিতাসের সেবা অতুলনীয়।