১৩ই ডিসেম্বর সোমবার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সফরকালে উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ গেইট শুভ উদ্ধোধন শেষে রাজস্থলী উপজেলা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের উদ্যােগে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি নিখিল কুমার চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে আসবে এবং কাজ করবে।
কোন প্রকার যেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ উন্নয়নের ক্ষেত্রে না থাকে সেজন্য সকলকে একযোগে কাজ করার লক্ষে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান সরকারের সময়ে যাহাতে প্রত্যন্ত এলাকার জনগন উন্নয়ন সুবিধা পায় সেজন্য উন্নয়ন বোর্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে ।
তিনি আরো বলেন, এ বিদ্যালয় হতে গুনগত মানে শিক্ষার প্রসার ঘটতে হবে সামনে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে হবে। তিনি বিভিন্ন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সদস্য প্রশাসন ( যুগ্ন সচিব) ইফতেখার আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সহকারি পুলিশ সুপার আবু সালেহ, জেলা প্রকল্প ব্যবস্থাপক মন্জুমনস ত্রিপুরা, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রতিম দেওয়ান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। পরে রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানেরর আয়োজন করা হয়।