উচহ্লা মারমা; লামা(বান্দরবান)ঃ
বান্দরবান লামা উপজেলার গজালিয়া সেনাবাহিনী ক্যাম্পের বিশেষ অভিযানে একটি তিন চাকার মাহেন্দ্রা গাড়ি হতে একটি বস্তা ও তিনটি ব্যাগ বোঝাই দেশীয় তৈরী মদসহ ২জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন- (১)মোসাম্মদ আয়েশা খাতুন (৬০), কক্সবাজার জেলার চকরিয়া থানার সিকদার পাড়া এলাকা। অপরজন মোহাম্মদ মুরশেদ(১৬), কক্সবাজার জেলার চকরিয়া থানার বইলা বমুবিল,৫নং ওয়ার্ড, বমুবিলছড়ি নুরুল ইসলামের ছেলে।
এই বিষয়ে গজালিয়া ক্যাম্পের উর্ধ্বতন সেনা কর্মকর্তা জানান, ১১ই ডিসেম্বর ২১ ইং তারিখে রাত ৮টার সময় লামা গজালিয়া সেনাবাহিনী ক্যাম্প থেকে দক্ষিণের ৫.০০ কিলোমিটার ফাইতং-গজালিয়া রাস্তার মুখ এলাকায় গজালিয়া ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান করে। এ সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করে একটি মাহেন্দ্রা গাড়ির ভিতরে একটি বস্তা ও তিনটি ব্যাগ বোঝাই দেশীয় মদ জব্দ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যাহার পরিমাণ ৪৪ টি পলিথিনে ১৩০ লিটার। পরবর্তীতে উক্ত জব্দকৃত অবৈধ মদ গুলো ও আটককৃত আসামীদের রাত সাড়ে ১০টা নাগাদ লামা থানায় হস্তান্তর করা হয়।
লামা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। হাজতে প্রেরণ করা হয়েছে।