নানিয়ারচর প্রতিনিধি :
বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোনের পৃষ্ঠপোষকতায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ডিসেম্বর) বিকেল তিন ঘটিকায় নানিয়ারচর উপজেলার চেঙ্গি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়।
নানিয়ারচর জোন কমান্ডারের লে:কর্ণেল এস এম রুবাইয়াত হোসেন পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা নির্বাহী অফিসার শিউলী রহমান ,ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,অফিসার ইনচার্জ সুজন হালদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রমূখ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে প্রথম স্থান নানিয়ারচর উপজেলা পরিষদ দলকে প্রধান অতিথি জনাব নিখিল কুমার চাকমা বিশেষ অতিথিদের নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।