বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে সোমবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হবে এসএসসি ও সমমান ভোকেশনাল চূড়ান্ত পরীক্ষা এবং ভোকেশনাল ৯ম শ্রেনির সার্টিফিকেট সমাপনী পরীক্ষা। এরই অংশ হিসেবে এবছর প্রথম বারের মতো খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে (কেন্দ্র কোড ৭১০২১) উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের (দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়) মোট ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিবে এই পরীক্ষায়।
প্রথম বারের মতো কারিগরি পাঠদান কার্যক্রম চালু ও নিজস্ব কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানিকছড়ি উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ছিদ্দিকীয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেন বলেন, সরকার কারিগরি শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী প্রজন্মকে শক্তিশালী করতে ও বেকারত্বের হার কমাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। পাহাড়ি জনপদে গারিগরি শিক্ষার কার্যক্রম সংযুক্ত করায় এই অঞ্চলের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি গারিগরি শিক্ষায়ও নিজেদের সুদক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।
কেন্দ্র সচিব ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মা বেলাল উদ্দিন জানান, শিক্ষা মন্ত্রনালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় কেন্দ্রটিতে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় প্রথমবারের মতো কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কেন্দ্রটিতে এ বছরের এসএসসি ও সমমান (ভোকেশনাল) নবম শ্রেনির সমাপনী সার্টিফিকেট পরীক্ষায় জেনারেল মেকানিক্স ট্রেডে- ১৫ জন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডে- ২১ জন ও ফুড প্রসেসিং এন্ড প্রিজারভিশন ট্রেডে – ১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। উপজেলায় এই সর্বপ্রথম কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা হচ্ছে।