(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা টাউনহলে আজ ৬.৩০-৯.১৫ ঘটিকা পর্যন্ত মহালছড়ি জোন ও উপজেলা পরিষদ কর্তৃক যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের দায়িত্বরত অধিনায়ক মেজর দিদারুল ইসলাম,পিএসসি।
উক্ত অনুষ্ঠানে সংগীত শিল্পী বিধান রায় বিশ্বাস ও প্রকৃতিরঞ্জন দাশগুপ্তের নেতৃত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুইহ্লাঅং রাখাইন পিপলুর উপস্থাপনায় মহালছড়ি শিল্পকলা একাডেমির একঝাঁক ক্ষুদে শিল্পীগণ মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশন করে। এ নৃত্য ও সংগীত পরিবেশনে পার্বত্য অঞ্চলের শান্তিবার্তা উঠে আসে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা(মূর্ত বাবু), উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ১নং সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগসহ উপজেলা পিজেএসএস ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ, হেডম্যান কার্বারী ও নির্বাচিত ওয়ার্ডের মেম্বারগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীসহ গণমান্য ব্যক্তিবর্গ ও দর্শকশ্রোতা।
উক্ত এ মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশন শেষে জোন’র কর্তব্যরত জোন অধিনায়ক মেজর দিদারুল ইসলাম,পিএসসির উপস্থিতি একঝাঁক কচিকাঁচা সোনামনিদের পুরস্কারে পুরস্কৃত ও গুনীজনদের নিয়ে ফটোসেশনের বিশেষ মুহুর্ত সুসম্পন্ন করেন।