মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
ঐতিহাসিক পার্বত্য শান্তি চুত্তির ২ যুগ (২৪ বছর) পূর্তি পালন উৎসব উপলক্ষে গুইমারা রিজিয়ন ব্যাপক কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার(২ ডিসেম্বর) দিনব্যাপী শান্তিচুক্তির ২৪ বছর পূর্ণের দিনটি উপলক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক কর্মসূচি পালন করে। গুইমারা কলেজিয়েট স্কুল এর মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার বিএ-৩৮৯৮ ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ান।
এসময়, অতিথি হিসেবে ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্রেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কারবারি, বিএ ৭৪৮৬ মেজর তাজুল ইসলাম পি এস সি, বিজিও ৬৬৮২১ ওয়ারেন্ট অফিসার সহ গুইমারা রিজিয়নের আওতাধীন সকল জোন কমান্ডারগনরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন খেলাধুলা সহ খেলার সরঞ্জাম বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও হত দরিদ্র জন সাধারণের মাঝে ভ্যান গাড়ি বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এসময়, অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।