উথোয়াইচিং মারমা; বান্দরবানঃ
বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে নানা আয়োজনে আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ (০২.১২.২০২১) তারিখ সকালে বর্নাঢ্য র্যালীর শেষে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলীকদম সেনা জোনের উদ্দ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল সেবা প্রদান করা হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার, মেজর শেখ আব্দুল্লাহ আল ফারাবি। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মারমা, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল, আলীকদম থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার ও লামা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ লামা ও আলীকদম উপজেলার ইউপি চেয়ারম্যানগণ।