অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- আগামী ৩০ নভেম্বর কেপিএমের সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী শ্রমিক সংগঠন ও কেপিএম লিঃ এর প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্য পূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে।
এসময় শ্রমিক নেতা আবদুর রাজ্জাক,আনোয়ার হোসেন বাচ্চু, আনিছুর রহমান, মৌলভী ইউনুছ মোল্লা, গাজী নাসির উদ্দিন,শাহ এমরানসহ কেপিএমের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা সকলেই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকলেই ঐক্যমত পোষণ করেন।