অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে বিজয়ী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী। কাপ্তাই উপজেলা নির্বাচন কমিশন সূত্রে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাচন কমিশন কতৃক প্রদত্ত ফলাফলে চিৎমরম ইউনিয়নের ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকে ওয়েশ্লিমং চৌধুরী পেয়েছেন ১৭৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টেবিল ফ্যান প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান খাইসা অং মারমা পেয়েছেন ১৪৫১ ভোট। এদিকে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিবার সন্ধায় উপজেলার নির্বাচনী কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে এই ফলাফল প্রকাশ করেন।
এদিকে নৌকা সমর্থিত প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী জয়ী হওয়ার খবর প্রকাশিত হবার পর থেকে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।
উল্লেখ্য, রবিবার (২৮ নভেম্বর) কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৯টি কেন্দ্রে সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চলে নির্বাচনের ভোট গ্রহন।