সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম, বান্দরবান:
বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে পালিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ ইং।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টা ৩০ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশান ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়।
শুরুতেই উপজেলা পরিষদের সামনে জাতীয় সংঙ্গীত মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় সমিতির উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন সায়েদ ইকবাল, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিথিবৃন্দরা। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়।
জাতীয় সমবায় দিবসে সঞ্চালনা করেন মোঃ আলমগীর,ইন্সট্রাক্টর উপজেলা রির্সোস সেন্টার আলীকদম, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবালের সভাপতিত্বে আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মোঃ শফিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরে অফিসারসহ সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবাল বলেন,সরকার জনগণের উন্নয়নে কাজ করছে।আপনাদের স্বাবলম্বী করতে ব্যাপক প্রকল্প গ্রহন করেছে সরকার। আপনারাও সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্যদের স্বাবলম্বী হতে সহায়তা করুন। যেসব সমিতি এখনও নিবন্ধন করেনি,সেসব সমিতিকে নিবন্ধন করার জন্য উৎসাহী ও সরকারি সুবিধা সম্পর্কে অবগত করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।