(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ির মহালছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন হতে ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর রবিবার অত্র উপজেলায় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিশেষ সূত্র হতে জানায়, সদর ইউনিয়ন হতে ৪,৭ ও ৮নং ওয়ার্ড হতে বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত হন। এমনকি ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য নির্বাচিত হন।
মুবাছড়ি ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে এবং সংরক্ষিত তিন ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের জয় নিশ্চিত করেছেন প্রার্থীরা। এ ইউনিয়নে চেয়ারম্যান পদ ছাড়াও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুপেন্দু দেওয়ানসহ ১০ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন। এ ইউনিয়নে শুধুমাত্র ১ নম্বর ওয়ার্ড ও সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে সাধারণ ওয়ার্ডে দুইজন ও সংরক্ষিত ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
এছাড়াও মাইসছড়ি ইউনিয়নে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মহালছড়ি উপজেলার নির্বাচন অফিসার সুসমিকা চাকমা বলেন, মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করায় তাদের বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।