বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ির উগলছড়ি মুখ নবজ্যোতি মনোরম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত ভদন্ত মিলন মিত্র মহাথের এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আয়োজন করে পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি শাখা।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় উগলছড়ি মুখ সংলগ্ন বটতলা বাজার মাঠে এ মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ভদন্তের সতগতি,হিতসুখ,মঙ্গল ও অন্তিম নির্বাণ লাভের কামনায় বুদ্ধমূর্তি দান,ত্রিপিটক খন্ড দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান,পিন্ডদান অনুষ্ঠানের আয়োজনও ছিলো।
ভদন্ত মিলন মিত্র মহাথের সম্পর্কে তাহার পুত্র থেকে জানতে চাইলে তিনি বলেন: বাবা মায়ের সংসারে আমরা চার ভাই ও তিন বোন, আমার বাবা মিলন মিত্র মহাথের ১৯১৯ সালের ১২ এপ্রিল জন্মগ্রহণ করেন, সারাজীবন ভদন্ত স্বাধনা ও বৌদ্ধ জাতির কল্যাণে কাজ করে গেছেন, উগলছড়ি মুখ নবজ্যোতি মনোরম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ছিলেন, ইউনিলিভার কোম্পানি কর্তৃক সাদা মনের মানুষ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি মৃত্যুবরণ করেন ২০২১ সালের ২০ আগষ্ট।
উক্ত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কৃত স্হায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি বলেন দেশ ও জাতির স্বার্থে সকলকে এগিয়ে যেতে হবে, এজন্য উড়ে যেতে না পারলে দৌড়ে, না পারলে হেঁটে, তাও না পারলে হামাগুড়ি দিয়ে।তবেইতো গন্তব্যে পৌঁছানো সম্ভব। তিনি ধর্মীয় শিক্ষা-দীক্ষা ও চেতনায় ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে সকলকে দেশ ও জাতির উন্নয়নে প্রয়োজনীয় কাজ করার আহ্বান জানান এবং দেশের সার্বিক উন্নয়ন সহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভূঁয়শী প্রশংসা করেন। এসময় বিশেষ অতিথিরা ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাত্তন সভাপতি বৃষকেতু চাকমা, সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দীলিপ কুমার দাশ সহ বৌদ্ধ সম্প্রাদায়ের দায়ক দায়িকাগণ।অনুষ্টানের আলোচকরা সকলে ধর্মীয় সকল কর্মকান্ডের উপর বিশেষ গুরতবারোপ করে বক্তব্য রাখেন।