মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গভামারা এলাকার প্রতিবন্ধী (পঙ্গু) মো. দুলাল মিয়া (৫৫)অভাবী সংসারে সুখের স্বপ্ন জাগিয়ে দিতে সহায়তার হাত বাড়িয়ে দিলেন খাগড়াছড়ি পাবত্য জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার। স্ত্রী ও সন্তানের মুখে অন্ন দিতে অচল শরীরে যিনি পথে-প্রান্তরে ভিক্ষা করে সংসার চালাতেন তিনি এই স্বজন জনপ্রতিনিধি’র অনুদানে পরিবারে আয়ের স্বপ্ন দেখছেন।
উপজেলা ১নং মানিকছড়ি ইউনিয়নের গভামারা এলাকার বাসিন্দা অসহায় মো. দুলাল মিয়া (৫৫) একজন জন্মগত পঙ্গু। তাই স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানের মূখে অন্ন দিতে নিয়মিত হাটে-বাজারে ভিক্ষা করে সংসার চালাতেন। একজন অসহায়ত্ব মানুষের দূর্ভোগ দেখে তাকে স্থায়ী কোন আয়বর্ধক কর্মসংস্থানের বিষয়ে এগিয়ে আসেন জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান এম.এ. জব্বার। ফলে বাড়ির পাশে গভামারা দোকান সংলগ্ন খালি জায়গায় ব্যক্তিগত অর্থায়নে ছোট একটি ভাসমান দোকান ঘর বানিয়ে তাতে ক্ষুদ্র ব্যবসার পরিবেশে করে এবং এতে পূঁজি হিসেবে নগদ ২০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ওই অসহায় মো. দুলাল মিয়ার হাতে দোকানের চাবি ও নগদ টাকা তুলে দেওয়া হয়। এ সময় জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার ও ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন ও সাংবাদিক আবদুল মান্নানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।