ইয়াবা পাচারের নতুন কৌশল দেখা যাচ্ছে মিরসরাইয়ে।
বুধবার চানাচুরের প্যাকেটে ৭০৫ পিস ইয়াবা সহ মহিলা মাদক কারবারি শারমিন আক্তার আটক হওয়ার মাত্র একদিনের মধ্যে ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) একই এলাকা মিরসরাইয়ের হাদী ফকির হাটে কমলার মধ্যে ৩৮০ পিস ইয়াবা সহ মোহাম্মদ ফয়সাল (৩০) কে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত ফজলুল করিমের পুত্র।
মিরসরাই থানার ওসি (তদন্ত) দিনেশ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব পোদ্দার সহ ফোর্স নিয়ে পাচারের সময় হাদী ফকির হাট এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবা সহ মোহাম্মদ ফয়সাল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।